সকল মেনু

নলতা শরীফে খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)এঁর বার্ষিক ওরছ শরীফ ৮ ফেব্রুয়ারি শুরু

ওরছ শরীফখুলনা প্রতিনিধি : অবিভক্ত বাংলার শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, শিক্ষা ও সমাজ সংস্কারক, অসংখ্য গ্রন্থের রচয়িতা, সাহিত্যিক,দার্শনিক,সুফী, সাধক, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনসহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা,পীরে কামেল সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর তিন দিন ব্যাপী ৫১ তম বার্ষিক ওরছ শরীফ অন্যান্য বছরের ন্যায় এবছরও আগামী ৮,৯,১০ ফেব্র“য়ারি ২০১৫ খ্রি. এবং ২৬,২৭,২৮ মাঘ ১৪২১ বঙ্গাব্দ রোজ-রবি, সোম ও মঙ্গলবার সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নলতা শরীফে যথাযোগ্য ধর্মীয় ভাব-গাম্ভীর্য পরিবেশের মধ্যদিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে সকল ধরণের প্রস্তুতি সম্পন্নের লক্ষ্যে ৫১তম বার্ষিক ওরছ শরীফের আহবায়ক পাক রওজা শরীফের শ্রদ্ধেয় খাদেম আলহাজ্জ মৌলভী আনছার উদ্দিন আহমদ’র তত্ত্বাবধানে মিশন কর্মকর্তা-কর্মচারীর পাশাপাশি স্বেচ্ছাসেবক ও লেবাররা রাত-দিন বিরতিহীনভাবে কাজ করে চলেছে । তবে পাক রওজা শরীফের পশ্চিমে নির্মাণাধীন মসজিদের কাজের জন্য এবছর মহিলাদের আবাসন ব্যবস্থার কিছুটা সমস্যা থাকলেও অন্যান্য প্রস্তুতির কাজ ঠিকঠাকভাবে চলছে বলে জানা গেছে। পীর কেবলার ৫১তম বার্ষিক ওরছ শরীফে পবিত্র কোরআন ও হাদিছের আলোকে ওলি-আউলিয়াগণের জীবন দর্শন সম্পর্কে যে সমস্ত প্রখ্যাত ওলামায়ে কেরামগণ বক্তব্য রাখবেন বলে সম্মতি জ্ঞাপন করেছেন তারা হলেন- ২৬ মাঘ, ৮ ফেব্র“য়ারি, রবিবার: হজরত মাওলানা শাহ্ মো. শফিকুল ইসলাম (পীরসাহেব,ফাতেহাবাদ দরবার শরীফ,কুমিল্লা),ড. মাওলানা এ কে এম মাহবুবুর রহমান (যুগ্ম-মহাসচিব,বাংলাদেশ জমিয়াতুল মোদারেসিন),মুফতী মুহাম্মদ আশরাফুল ওয়াদুদ (খতিব,শায়েস্তানগর গাওছিয়া জামে মসজিদ,হবিগঞ্জ), মুফতী শাইখ মোহাম্মাদ উসমান গনী (সহকারী অধ্যাপক,আহ্ছানিয়া ইনস্টিটিউট অব সুফীজম্,ঢাকা), আলহাজ্জ্ মাওলানা মো. আবু সাঈদ রংপুরী (মুফাস্সির ও মুহাদ্দিস,খতিব-নলতা শরীফ শাহী জামে মসজিদ); ২৭ মাঘ, ৯ ফেব্র“য়ারি, সোমবার : আওলাদে রসুল শাইখ ড. জামাল মুহাম্মদ সাক্কর (আল-হুসাইনী আল হাশেমী, অধ্যাপক,আল মাশায়ারী ইসলামী বিশ্ববিদ্যালয়,বৈরুত, লেবানন), প্রফেসর মাওলানা মো. সালাহউদ্দিন (এম.এ;এম.এ ঢা:বি:,খতিব- বায়তুল মোকাররম জাতীয় মসজিদ,ঢাকা), আলহাজ্জ মাওলানা মিজানুর রহমান শাহপুরী (খতিব-টঙ্গী জামে মসজিদ এবং ভাষ্যকার-বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন), ড. আল্লামা ইরশাদ আহম্মদ আল বোখারী (বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামী রিচার্স সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক,দিনাজপুর), হজরত মাওলানা মো. গোলাম মোস্তফা নবীনগরী (আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাস্সীরে কোরআন,হবিগঞ্জ) প্রমূখ । ২৮মাঘ, ১০ ফেব্র“য়ারি, মঙ্গলবার সকাল ৯ টায় আখেরী মোনাজাতের মধ্যদিয়ে তিন দিন ব্যাপী বার্ষিক ওরছ শরীফ সম্পন্ন হবে। ওরছ শরীফের উক্ত তিন দিন বাদ ফজর থেকে দীর্ঘ রাত পর্যন্ত অনুষ্ঠিতব্য বিভিন্ন অনুষ্ঠানমালায় স্ব-বান্ধবে উপস্থিত হয়ে বার্ষিক ওরছ শরীফ সফল ও সার্থক করার জন্য ওরছ শরীফ উদ্যাপন কমিটির আহবায়ক ও নলতা পাক রওজা শরীফের শ্রদ্ধেয় খাদেম আলহাজ্জ মৌলভী আনছার উদ্দিন আহমদ এবং নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্জ মো. আব্দুল মজিদ কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের পক্ষ থেকে সকলকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন ।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top