সকল মেনু

জলঢাকায় জমে উঠেছে গরুর বাজার

unnamedতাছকিনা আক্তার, জলঢাকা নিলফামারী প্রতিনিধি: ঈদকে সামনে রেখে সারাদেশের ন্যায় নিলফামারী জলঢাকায় কোরবানির গরুর হাট জমে উঠেছে। জেলায় ৩৫-৪০টি গরুর হাট আছে। হাট গুলোতে জমে উঠেছে ক্রেতা ও বিক্রেতার ভিড়। গরু কম থাকলেও লোকসমাগম অনেক বেশি, কোরবানি দাতারা গরু কেনার জন্য বিভিন্ন হাটে আনন্দে যাওয়া আসা করছে বলে গরু ব্যবসায়ি জানায়। যারা গরু কেনার জন্য হাটে আসছে তারা দর যাচাই বাচাই করে ফিরে যাচ্ছে, পরের হাটে কিনবে। তবে খামার ব্যবসায়িরা বলেন, এবারে গরু ভারত থেকে না আসায় তারা খুবই খুশি। জলঢাকার কয়েকটি হাট ঘুরে দেখা যায় দেশি গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস ও মুরগি। গত বৃহস্পতিবার জলঢাকা গরু হাট গেলে ক্রেতা আনছার আলী বলেন, আমরা গরীব মানুষ একটি গরু কোরবানি দেওয়ার মত সামর্থ নাই। এ জন্য সাত জন মিলে একটি গরু ৭০০০০ হাজার টাকায় ক্রয় করলাম। ক্রেতা মতিয়ার রহমান জানান, আমি চট্টগ্রাম থেকে আজ সকাল বেলায় বাড়ীতে আসি আমরা ৫ ভাই মিলে একটি ৬৫ হাজার টাকায় গরু ক্রয় করি। এ ভাবে গরু কেনার সামর্থ যাদের নাই তারা ছাগল, ভেড়া, হাঁস ও মুরগি কিনে নিয়ে বাড়ীতে যাচ্ছে। গরুর রোগ পরীক্ষা করার জন্য পশু  চিকিৎসক, জাল নোট পরীক্ষা করার জন্য সরঞ্জাম মেশিন সহ সকল নিরাপত্তা দেওয়ার  জন্য পুলিশ ক্যাম বসানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top