সকল মেনু

সিলেটের মৃত গরুর মাংস বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালতের জরিমানা

সিলেট প্রতিনিধি :

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বাজারের মৃত গরুর মাংস বিক্রির অপরাধে দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার বিকাল ৩ টায় মৃত গরুর মাংস বিক্রির অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল আলম খাঁনের নেতৃত্বে ঢাকা দক্ষিণ বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালান। অভিযানে ঢাকাদক্ষিণ ইউপির কানিশাইল গ্রামের মৃত রফিক উদ্দিনের ছেলে শিহাব উদ্দিন (৫২) ও রায়গড় গ্রামের মৃত কলমদর আলীর ছেলে আলাই মিয়া(৫০) উভয়কে ৫০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় সাথে ছিলেন প্রাণীসম্পদ চিকিৎসক হাসিন আহমদ ও গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। উত্তেজিত জনতা অভিযুক্ত ব্যক্তিদের মাংসের দোকান ভাংচুর করে এবং তাদের শাস্তির দাবীতে সড়ক অবরোধ করে। পরে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top