সকল মেনু

মীর কাসেমের সর্বোচ্চ শাস্তি বহাল চায় প্রজন্ম

indexহটনিউজ ডেস্ক: ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি ও আলবদর সদস্য মানবতাবিরোধী অপরাধী মীর কাসেম আলীর সর্বোচ্চ শাস্তি ফাঁসির রায় বহাল থাকবে বলে আশা করেন বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম (বোয়াফ)।

রবিবার (৬ মার্চ) সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক ব্লগার রফিকুল ইসলাম রাকিবের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বোয়াফ সভাপতি কবীর চৌধুরী তন্ময় বলেন, ডেথ ফ্যাক্টরি অর্থাৎ চট্টগ্রামের ডালিম হোটেলে মীর কাসেম আলীর নেতৃত্বে মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার পক্ষের মানুষের উপর যে বর্বরতা চালিয়ে নির্মমভাবে হত্যাযজ্ঞ পরিচালনা করেছে, স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিরুদ্ধে ষড়যন্ত্র করে কিশোর মুক্তিযোদ্ধা জসিমসহ আটজনকে হত্যার মধ্য দিয়ে মীর কাসেম যে ধরনের অপরাধ করেছে তাঁর মৃত্যুদন্ডও কম শাস্তি বলে প্রজন্ম মনে করে।

তিনি আরও বলেন, ইতোমধ্যেই মীর কাসেম আলীর আপিল শুনানীর রায় নিয়ে দেশের তরুণ সমাজের সংশয়ের বহিঃপ্রকাশ ঘটেছে সুশীল সমাজ ও সরকারের কিছু মন্ত্রীদের বক্তব্য বিবৃতির মাধ্যমে যা অত্যন্ত দুঃখজনক, হতাশাকর।

কবীর চৌধুরী তন্ময় বলেন, কুখ্যাত রাজাকার মীর কাসেম আলীর আপিলের রায় নিয়ে যদি কোনো ধরনের ষড়যন্ত্র হয় কিংবা মীর কাসেম আলীর অপরাধের প্রাপ্য শাস্তি না পেয়ে লঘু দন্ড পায় তাহলে দেশের মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তানসহ দেশের স্বাধীনতাকামী জনগণকে নিয়ে আবারও অপশক্তির বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার লক্ষে মাঠে-ময়দানে নামতে বাধ্য হবে এ প্রজন্ম।

মানবতাবিরোধী অপরাধী মীর কাসেম আলীর অপরাধের প্রাপ্য শাস্তি মৃত্যুদন্ড আপিলের রায়েও নিশ্চিত করার জন্যে প্রসিকিউশন, তদন্তকারী সংস্থা এবং মহামান্য আদালতসহ সকলে প্রতি আহবান জানান বোয়াফ সভাপতি কবীর চৌধুরী তন্ময়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top