সকল মেনু

হবিগঞ্জে আ.লীগ ১৬ বিএনপি ২ জাপা ১ স্বতন্ত্র ৮ জয়ী

Habigong_Map1465056615 হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চার উপজেলার ২৭ ইউপিতে শনিবার নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে বাহুবলে সাতটি, হবিগঞ্জ সদরে ৯টি, চুনারুঘাটে ১০টি ও বানিয়াচংয়ে একটিতে বেসরকারিভাবে আওয়ামী লীগ ১৬, বিএনপি ২, জাপা ১ ও স্বতন্ত্র প্রার্থী ৮টিতে জয়ী হয়েছেন।

নির্বাচিতরা হলেন- হবিগঞ্জ সদরে ১নং লুকড়া ইউনিয়নে মো. ফরহাদ আহমেদ আব্বাস (আ.লীগ), ২নং রিচি ইউনিয়নে মিয়া মো. ইলিয়াছ (বিএনপি), ৩নং তেঘরিয়া ইউনিয়নে মো. আনু মিয়া (আ.লীগ), ৪নং পইল ইউনিয়নে সৈয়দ মঈনুল হক আরিফ (স্বতন্ত্র), ৫নং গোপায়া ইউনিয়নে মো. আক্তার হোসেন (স্বতন্ত্র), ৬নং রাজিউড়া ইউনিয়নে এনামুল হক আহমেদ শেখ কামাল (স্বতন্ত্র), ৮নং শায়েস্তাগঞ্জ ইউনিয়নে বুলবুল খান (আ.লীগ), ৯নং নিজামপুর ইউনিয়নে তাজ উদ্দিন অহমেদ তাজ (স্বতন্ত্র), ১০নং লস্করপুর ইউনিয়নে মাহবুবুর রহমান হিরো (আ.লীগ)।

বাহুবল উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়নে ফেরদৌস আলম (আ.লীগ), ২নং পুটিজুরী ইউনিয়নে শামছুদ্দিন তারা মিয়া (আ.লীগ), ৩নং সাতকাপন ইউনিয়নে শাহ মো. আবদাল মিয়া (জাপা), ৪নং বাহুবল সদর ইউনিয়নে মো. আজমল হোসেন চৌধুরী (আ.লীগ), ৫নং লামাতাশী ইউনিয়নে হাবিবুর রহমান চৌধুরী টেনু (আ.লীগ), ৬নং মিরপুর ইউনিয়নে মো. সাইফুদ্দিন লিয়াকত (আ.লীগ), ৭নং ভাদেশ্বর ইউনিয়নে কামরুজ্জামান বশির (আ.লীগ)।

চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নে মো. হুমায়ুন কবির খান (আ.লীগ), ২নং আহমদাবাদ ইউনিয়নে আবেদ হাসনাত চৌধুরী সনজু (আ.লীগ), ৩নং দেওরগাছ ইউনিয়নে আলহাজ শামছুন্নাহার (আ.লীগ), ৪নং পাইকপাড়া ইউনিয়নে স্বতন্ত্র শামছুজ্জামান শামীম (স্বতন্ত্র), ৫নং শানখলা ইউনিয়নে ফজলুর রহমান তরফদার (আ.লীগ), ৬নং সদর ইউনিয়নে সৈয়দ লিয়াকত হাসান (বিএনপি), ৭নং উবাহাটা ইউনিয়নে আওয়ামী লীগের আলহাজ রজব আলী (আ.লীগ), ৮নং সাটিয়াজুরী ইউনিয়নে আব্দুর রশিদ মাস্টার (স্বতন্ত্র), ৯নং রানীগাঁও ইউনিয়নে নুরুল মোমিন চৌধুরী (স্বতন্ত্র), ১০নং মিরাশী ইউনিয়নে মো. রমিজ উদ্দিন (স্বতন্ত্র) ও বানিয়াচং উপজেলার সদর ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়ন রেহাত মিয়া (আ.লীগ)।

হবিগঞ্জ জেলা ও উপজেলা নির্বাচন অফিস সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top