সকল মেনু

প্রেসিডেন্ট প্রার্থী হবেন না মিশেল : বারাক ওবামা

Obama1-300x170হটনিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের বর্তমান ফার্স্টলেডি মিশেল ওবামা ভবিষ্যতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন এমন ধারণা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের লুসিয়ানায় ভোটারদের সঙ্গে এক আলোচনায় মিশেল সম্পর্কে এ কথা বলেন ওবামা। এক প্রশ্নের জবাবে ওবামা রসিকতা করে বলেন, জীবনে তিনটি বিষয় নিশ্চিত : মৃত্যু, কর ও মিশেলের প্রেসিডেন্ট নির্বাচনে না লড়া। একই সঙ্গে ওবামা যোগ করেন, আগামী বছরের জানুয়ারিতে হোয়াইট হাউস ছাড়ার পর মিশেল তার শিশুদের স্থূলতা রোধে কাজ করার মতো অন্যান্য কর্মকা- চালিয়ে যাবেন।
ওবামা তার ক্ষমতার দ্বিতীয় মেয়াদকালের শেষ পর্যায়ে আছেন। তিনি আর প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারবেন না। এই প্রেক্ষাপটে মিশেলের সম্ভাবনার বিষয়ে এক ব্যক্তি জানতে চাইলে তিনি ‘না’ সূচক উত্তর দেন। তবে হোয়াইট হাউস ছাড়ার পর মিশেল সাবেক ফার্স্টলেডি হিসেবে সক্রিয় থাকবেন বলে বিশ্বাস ওবামার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top