সকল মেনু

লন্ডনের টিউব স্টেশনে হামলা

151205231516_london_stabbing_640x360_pa_nocreditআর্ন্তজাতিক ডেস্ক,হটনিউজ২৪বিডি.কম: পূর্ব লন্ডনের একটি টিউব স্টেশনে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে তিনজন যাত্রী আহত হয়েছেন যাদের মধ্যে একজনের অবস্থা গুরুত্বর। ব্রিটেনের পুলিশ পূর্ব লন্ডনের টিউব স্টেশনে হামলার এই ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে দেখছে। লেটনস্টোনে যাত্রীদের লক্ষ্য করে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে স্থানীয় সময় সন্ধ্যা সাতটায়। একজন ব্যক্তি ছুরি দিয়ে আঘাত করলে তিন জন যাত্রী আহত হন যাদের মধ্যে এক জনের অবস্থা গুরুত্বর । প্রত্যক্ষদর্শীরা বলছেন হামলাকারী সেসময় চিৎকার করে বলতে থাকে ‘ এটা সিরিয়ার জন্য”। এর কিছু সময় পরেই পুলিশের কাছে একটি ফোন আসে এবং ৭:১৪ মিনিটেই পুলিশ তাকে আটক করে। প্রথমে তাকে স্টেনগান দিয়ে আঘাত করে এবং পরে হেফাজতে নেয়া হয়। পুলিশ বলছে হামলকারি সেসময় অন্যদের ক্রমাগত ছুড়ি দেখিয়ে ভয় দেখাচ্ছি। কাউন্টার টেরোরিজম ইউনিটের কমান্ডার রিচার্ড ওয়াল্টন বলছেন “ আমরা এই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে দেখছি। আমি জনসাধারণকে শান্ত কিন্তু সর্তক থাকার আওভান জানাচ্ছি”। এদিকে সেন্ট্রাল লাইনে চলাচলের ক্ষেত্রে ব্যাপক বিঘ্ন হচ্ছে। লেবার পার্টির নেতা জেরেমি করবিন টুইটারে লিখেছেন লেটনস্টোন ছুরিকাঘাতের ঘটনা খুবই বেদনাদায়ক। লিবারেল ডেমোক্রাট নেতা টিম ফ্যারন লিখেছেন এই হামলা পুরাপুরি শয়তানের কাজ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top