সকল মেনু

ডাইনোসরের ডিম উদ্ধার

Dinosor1438949149আন্তর্জাতিক ডেস্ক : চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংডন প্রদেশের একটি বাড়ি থেকে ২৩১টি ডাইনোসরের ডিমের ফসিল ও একটি কঙ্কাল উদ্ধার করেছে দেশটির পুলিশ।

এগুলো ২৯ জুলাই উদ্ধার করলেও গত বৃহস্পতিবার গণমাধ্যমে তা প্রকাশ করে হিউয়েন সিটি প্রশাসন।

উদ্ধারকৃত ফসিলগুলো সিটাকোসারাস যুগের ডাইনোসরের বলে জানা গেছে। শীতল রক্তের এ সময়ের ডাইনোসর ছিল তৃণভোজী।

স্থানীয় অধিবাসীরা একটি আবাসন নির্মাণ এলাকায় গত জুনে বিপুলসংখ্যক ডাইনোসরের ডিম খুঁজে পান। অনেকগুলো চুরির হয়ে যায়। ২৮ জুলাই আরো কিছু ডাইনোসরের ডিম চুরি যাওয়ার ঘটনা ঘটলে পরদিন পুলিশ অভিযান চালিয়ে এসব উদ্ধার করে।

হিউয়েন এলাকাকে বলা বলা হয় ডাইনোসরের আবাসস্থল। এখান থেকে গত এক দশকে বিপুল পরিমাণে ডিমের ফসিল আবিষ্কার করা হয়েছে। সিটি মিউজিয়ামে এ পর্যন্ত ১০ হাজার ডিমের ফসিল রক্ষিত রয়েছে, যা ওয়ার্ল্ড গিনেজ বুকে নাম লিখিয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top