সকল মেনু

চলমান সহিংসতা বন্ধের দাবিতে কবি মামুন খন্দকারের ৬৪ জেলা ভ্রমন

kotalipara photo-26-02-2015গৌরাঙ্গ লাল দাস, গোপালগঞ্জ প্রতিনিধিঃ দেশের চলমান সহিংসতা বন্ধের দাবিতে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কবি মামুন খন্দকার ভ্যান যোগে ৬৪ জেলা ভ্রমনে বেড়িয়েছেন। গত ৮ ফেব্রুয়ারী তিনি আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্ত্বর থেকে যাত্রা শুরু করেন। ইতমধ্যে তিনি দেশের ১৭টি জেলা ভ্রমন করেছেন। বৃহস্পতিবার দুপুরে বরিশাল জেলা ভ্রমন করে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্ত্বরে এসে পৌছান। এখানে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে তার কথা হয়। কবি মামুন খন্দকার বলেন, দেশ এ ভাবে চলতে পারে না। বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উচিত হবে সহিংসতা থেকে বিরত থাকা। তিনি আরও বলেন, আমার তিনটি কবিতার বই বেড়িয়েছে। সর্বশেষ কাব্যগ্রন্থটির নাম“ বাঙ্গালির পথ প্রদর্শক বঙ্গবন্ধু শেখ মুজিব”।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top