সকল মেনু

বিসিবির জয় নাসির-নাঈমের নৈপূণ্যে

  ক্রীড়া ডেস্ক : ইডেন গার্ডেনের দেড়শ’ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত চারদলের টুর্নামেন্টের একটি দল বিসিবি একাদশ। প্রথম ম্যাচে তারা হার মানে মুম্বাইয়ের কাছে। দ্বিতীয় ম্যাচেও জয় বঞ্চিত হয় আনামুল-নাসিররা। তবে তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে বিসিবি একাদশ। নাসির হোসেন ও নাঈম ইসলামের ব্যাটিং দৃঢ়তায় পশ্চিমবঙ্গের বিপক্ষে বিসিবি জয় পেয়েছে ৭৪ রানে।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৩০৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করে বিসিবি একাদশ। বাংলাদেশের পক্ষে নাসির হোসেন সর্বোচ্চ ৭৪ রান করেন। নাঈম ইসলামের ব্যাট থেকে আসে অপরাজিত ৬১ রান। এ ছাড়া আনামুল হক বিজয় ৪৪, সৌম্য সরকার ৪০ ও আবুল হাসান রাজু ২৯ রান করেন। পশ্চিমবঙ্গের বোলারদের মধ্যে ইরেশ সাক্সেনা ৩টি ও বীর প্রতাপ সিং ২টি উইকেট নেন।

৩১০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে আরাফাত সানি ও মো. শহিদের বোলিং তোপে বিপাকে পড়ে পশ্চিমবঙ্গ। নির্দিষ্ট বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত ৪৮.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩৫ রান করতে সক্ষম হয় পশ্চিমবঙ্গ। ফলে বাংলাদেশ জয় পায় ৭৪ রানে।

বাংলাদেশের পক্ষে আরাফাত সানি ৪টি ও শহিদ ৩টি উইকেট নেন। এ ছাড়া নাঈম ইসলাম নেন ২টি উইকেট। সৌম্য সরকারের ঝুলিতে যায় অপর উইকেটটি। ব্যাট হাতে অপরাজিত ৬১ ও বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন নাঈম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top