সকল মেনু

যুক্তরাষ্ট্র ভালো কাজের পক্ষে থাকে না : কৃষিমন্ত্রী

 শেরপুর প্রতিনিধি : কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ‘ফিলিস্তিনিদের হত্যায় যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সাহায্য করছে। যুক্তরাষ্ট্র কোনো দিনও ভালো কাজের পক্ষে থাকে না। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে ৩০ লাখ মানুষ শহীদ হন এবং ২ লাখ মা-বোন যখন ইজ্জত দেন। তখনো পাকিস্তানের পক্ষে ছিল যুক্তরাষ্ট্র।’ মন্ত্রী বৃহস্পতিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী সদর ইউনিয়নে গরিব-দুস্থদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল, বয়স্ক ভাতা ও বস্ত্র বিতরণের সময় এ কথা বলেন। এ সময় মন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, পুলিশ সুপার মেহেদুল করিমসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। কৃষিমন্ত্রী দিনব্যাপী পৌরসভাসহ উপজেলার তিনটি ইউনিয়নে গরিব-দুস্থদের ১০ কেজি করে চাল ৭ হাজার ৫০০ জনকে বিতরণ করেন। ১ হাজার ৭৫০ জনকে শাড়ি, ৮০০ জনকে শার্ট, ট্রাউজার, থ্রি-পিস, ২৩০ জনকে বয়স্ক ভাতা, ১০৫ জনকে বিধবা ভাতা দেওয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top