সকল মেনু

আখচাষিদের ভাগ্যোন্নয়নে কাজ করছে সরকার : ভূমিমন্ত্রী

 পাবনা প্রতিনিধি : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, সরকার আখচাষিদের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে। নিয়ম-শৃঙ্খলার মধ্যে মালিক-শ্রমিক-কর্মচারী ঐক্যবদ্ধভাবে কাজ করলে চিনি শিল্প চাহিদা মিটিয়ে দেশের বাইরে রফতানি করা সম্ভব হবে। শনিবার পাবনা সুগার মিলস্ লিমিটেডের ২০১৩-১৪ অর্থবছরের রোপা আখ চাষে ভর্তুকি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, বছর বছর কোটি কোটি টাকা লোকসান দিয়ে মিল কারখানা চালানো সম্ভব নয়। অহেতুক ধর্মঘট, কখনো হামলা চালিয়ে জাতীয় সম্পদ ধ্বংস করে মিল কারখানা বন্ধ রেখে নিজেদের সর্বনাশ ডেকে আনা মোটেও কাম্য নয়। জাতীয় গুরুত্বপূর্ণ এ প্রতিষ্ঠানগুলোকে এক শ্রেণির মধ্যসত্ত্বভোগী, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীরা ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। চিহ্নিত এ সব দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের সাধারণ জনগণই ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করে চিরতরে বন্ধ করে দিতে পারে।  এ সময় মন্ত্রী  সরকারের পক্ষ থেকে ভর্তুকি বাবদ ৪৩৮ জন আখ চাষির মধ্যে ৯ লাখ ৯৫ হাজার টাকা বিতরণ করেন। পাবনা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক কমল কান্তি সরকারের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সানোয়ার হোসেন, পাবনা সুগার মিলের জেনারেল ম্যানেজার কৃষিবিদ কামরুজ্জামান, পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নুরুজ্জামান বিশ্বাস, ঈশ্বরদী আওয়ামী লীগের সভাপতি আনিসুজ্জামান বিশ্বাস প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top