সকল মেনু

লঞ্চডুবি মুন্সীগঞ্জে ৩০০ যাত্রী নিয়ে, ৯ জনের মৃতদেহ উদ্ধার

 মুন্সীগঞ্জ প্রতিনিধি,১৫মে :  মুন্সীগঞ্জের মেঘনা নদীতে একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে গেছে। মিরাজ-৪ নামের এই লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে শরীয়তপুরের সুরেশ্বরে যাচ্ছিল। বিকেল সোয়া ৩টার দিকে মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় রসুলপুর এলাকায় ঝড়ের কবলে পড়ে লঞ্চটি উল্টে ডুবে যায়। এতে প্রায় তিনশতাধিক যাত্রী ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সাঁতরে এবং স্থানীয় জেলেদের সহায়তায় ৩০-৪০ জন যাত্রী তীরে উঠতে সক্ষম হয়। পরে দুর্ঘটনা কবলিত লঞ্চের যাত্রীদের উদ্ধারে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা একযোগে কাজ শুরু করে। এ ঘটনায় এখন পর্যন্ত নয়জনের লাশ উদ্ধার করা হয়েছে।

এদিকে, খবর পেয়ে উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ নারায়ণগঞ্জ থেকে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। জাহাজটি সন্ধ্যা সাতটার দিকে ঘটনাস্থলে পৌঁছে। ইতিমধ্যে এমভি মিরাজ-৪ লঞ্চটির ডুবে যাওয়ার স্থান চিহ্নিত করা হয়েছে। তবে এখনো লঞ্চটি উদ্ধারের কাজ শুরু হয়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top