সকল মেনু

কলাপাড়ায় চেয়ারম্যান পদে চার জনের মনোনয়ন দাখিল

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ০২ মার্চ:  উপজেলা নির্বাচনে কলাপাড়ায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোতালেব তালুকদার, ভাইস চেয়ারম্যান প্রার্থী মোস্তফা কামাল, বিলকিস জাহান (মহিলা) রবিবার মনোনয়নপত্র দাখিল করেছেন। সহকারী রিটার্ণিং অফিসার ও কলাপাড়ার ইউএনও মো. জাহাঙ্গীর হোসেন এবং নির্বাচন কর্মকর্তা সৈয়দ আবুবকর সিদ্দিকের কাছে শেষ দিনে মনোনয়নপত্র জমা দেন। একই দিনে চেয়ারম্যান পদে সৈয়দ আক্তারুজ্জামান কোক্কা (স্বতন্ত্র), ইসলামী আন্দোলন সমর্থিত মুফতি মাওলানা হাবিবুর রহমান মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে গাজী আব্বাস উদ্দিন আহমেদ বাচ্চু, আলমগীর হোসেন মাতুব্বর,অধ্যাপক জসিম উদ্দিন (ইসলামী আন্দোলন) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাশিদা বেগম ও উম্মে তামিমা বিথী মনোনয়ন পত্র দাখিল করেছেন। শুক্রবার বিকালে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান প্রার্থী মুসা তাওহীদ নান্নু মুন্সী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নারগিস আক্তার মনোনয়ন জমা দিয়েছেন। উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে কলাপাড়ায় এখন বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। সকল প্রার্থীরা উপস্থিত থেকে নিজের মনোনয়নপত্র দাখিল করলেও ইসলামী আন্দোলন কলাপাড়া শাখার সভাপতি ও জেলা কমিটির আহ্বায়ক মুফতি মাওলানা হাবিবুর রহমান একটি মামলায় বরগুনা জেলা হাজতে থাকায় সংগঠনের নেতাকর্মীরা তার পক্ষে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। নির্বাচন কর্মকর্তা সৈয়দ আবুবকর সিদ্দিক জানান, উপজেলা নির্বাচনে কলাপাড়ায় চেয়ারম্যান পদে চার জন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top