সকল মেনু

তফসিল ঘোষনা হতে না হতেই একাধিক প্রার্থীর শো-ডাউন

 ঠাকুরগাঁও অফিস: গত বৃহস্পতিবার ৩য় দফার উপজেলা নির্বাচনের তফসিল ঘোষনার পর থেকে ঠাকুরিগাঁওয়ের হরিপুর উপজেলায় শুরু হয়ে গেছে, আওয়ামীলীগ, বিএনপি সহ অন্যান্য দলের একাধিক প্রার্থীর প্রচার প্রচারনা। কেউ কেউ শতশত মোটরসাইকেল সহ অংশ নিয়েছেন
শো-ডাউনে। জেলা ও উপজেলা আওয়ামীলীগ ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের সভাপতি সাধারন সম্পাদকদের নিয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মনোনয়নে ভোট অনুষ্ঠিত হলে বিপুল ভোটের ব্যবধানে উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল প্রার্থী নির্বাচিত হন। ইতোমধ্যে তিনি উপজেলা চেয়ারম্যান পদের জন্য বেশ জোড়ে সোরেই প্রচার প্রচারনা শুরু করেছেন। অন্যদিকে আওয়ামীলীগ থেকেই গতবারের বিজয়ী উপজেলা চেয়ারম্যান ও প্রাক্তন উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ শামীম ফেরদৌস টগর এবং আওয়ামীলীগের বলিষ্ঠ কর্মী জামাল হোসেনও উপজেলা চেয়ারম্যান পদের জন্য প্রচার প্রচারনা শুরু করেছেন। অন্যদিকে বিএনপি থেকে এখনো প্রার্থী নির্বাচিত না করলেও গতবারের বিজয়ী ভাইস চেয়ারম্যান আবু তাহের গতকাল মিলাদ মাহফিল করে প্রায় ৫ শতাধিক মোটর সাইকেল শোভাযাত্রার মাধ্যমে উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে প্রচার প্রচারনায় অংশ নিয়েছেন। অন্যদিকে বকুয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাধারন
সম্পাদক ঈসমাইল হোসেন এবং বিএনপি প্রার্থী অধ্যক্ষ নুরুল ইসলামও চেয়ারম্যান পদের জন্য প্রচারনায় অংশ নিয়েছেন। আওয়ামীলীগ প্রার্থী জিয়াউল হাসান মুকুল জানান, দলীয় নেতা কর্মীরা তাকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতার জন্য মনোনয়ন করেছেন। দলের পক্ষে অন্যান্য যারা প্রচারনায় অংশ নিয়েছে তাদের বিষয়ে দল সিদ্ধান্ত নিবে। শিক্ষক জামাল হোসেন বলেন, সাধারন মানুষ তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এ কারনে তিনি প্রচারনায় অংশ নিয়েছেন। বিএনপি সাধারন সম্পাদক ঈসমাইল হোসেন বলেন প্রায় ১৯ বছর দলের হয়ে কাজ করে আসছেন এবং ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। মানুষ তাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় বলেই তিনি নির্বাচনে অংশ নিতে চান। বিএনপি’র অপর প্রার্থী আবু তাহের বলেন, মানুষ পরিবর্তনে বিশ্বাসী। তাছাড়া দুর্নীতিমুক্ত এবং শিক্ষিত প্রার্থী হিসেবে দল যদি যোগ্য প্রার্থী মনোনিত করে তবে তার কোন বিকল্প নাই বলে তিনি দাবি করেন। শোভাযাত্রা সম্পর্কে তিনি বলেন, দলের নেতা কর্মীরা স্বতঃস্ফুর্তভাবে তার শোভখাযাত্রায় অংশ নিয়েছে। হাজার হাজার নেতা কর্মীর উপস্থিতিই প্রমান করে তার জনপ্রিয়তা। তাছাড়া তরুন এবং দুর্নীতিমুক্ত নেতৃত্ব হিসেবে দলে তার ভূমিকা অনেক রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top