সকল মেনু

বাগেরহাট এলজিইডিতে যোগদান করতে এসে যুবক গ্রেফতার

 বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট এলজিইডিতে প্রতারনার মাধ্যমে ভুয়া যোগদান পত্র  নিয়ে কার্য্যসহকারী পদে যোগদান করতে এসে হাবিবুল বাশার (২৪) নামে এক যুবক গ্রেফতার হয়েছে। এ ঘটনায় শুক্রবার সকালে বাগেরহাট এলজিইডি’র উচ্চমান সহকারী মোঃ জাহিদুল হক বাদি হয়ে বাগেরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করে। মামলার বাদী জাহিদুল হক জানান, ঢাকা ধামরাই যাদবপুর এলাকার মোঃ ওয়াজউদ্দিনের ছেলে মোঃ হাবিবুল বাশার এলজিইডি হেডকোয়াটারের গত ৯ জানুয়ারী ২০১৪ তারিখে’র একটি যোগদান পত্র নিয়ে বৃহস্পতিবার বাগেরহাট এলজিইডি অফিসে কার্য্যসহকারী পদে যোগদান করতে আসেন। এসময় তার যোগদান পত্রে অনিয়ম দেখা দিলে ঢাকা অফিসে যোগাযোগ করা হয় এবং যোগদানপত্র ভুয়া হিসাবে জানা গেলে হাবিবুল বাশার কে পুলিশে সোপর্দ করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই খোন্দকার এনায়েত হোসেন জানান, বাগেরহাট এলজিইডি অফিসের উচ্চমান সহকারী জাহিদুল হক বাদী হয়ে প্রতারনা করে জালিয়াতি’র মাধ্যমে ভুয়া নিয়োগপত্রের বিষয়ে মামলা করেন। প্রাথমিকভাবে আটক হাবিবুল বাশার বলেছে, চাকুরী পেতে তার এলাকার জনৈক আল-আমীন কে ২ লাখ ৪০ হাজার টাকা দেয়। আর টাকার বিনিময়ে আল-আমিন একটি ভুয়া নিয়োগপত্র তৈরী করে হাবিবুল বাশার কে এলজিইডি’র কার্য্যসহকারী পদে নিয়োগপত্র দেয়। এই আল-আমীন কে গ্রেফতার করতে পারলে প্রকৃত ঘটনা জানা যাবে বলে পুলিশ জানায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top