সকল মেনু

বিমানবাহিনীর অনুষ্ঠানে হোঁচট খেয়ে পড়ে গেলেন বাইডেন (ভিডিও)

বিভিন্ন অনুষ্ঠানে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার ঘটনা একাধিকবার ঘটেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। এমনই এক ঘটনার পুনরাবৃত্তি ঘটল গতকাল বৃহস্পতিবার।

কলোরাডো অঙ্গরাজ্যে ইউএস এয়ারফোর্স একাডেমির স্নাতকদের সংবর্ধনা অনুষ্ঠানে মঞ্চেই হোঁচট খেয়ে পড়ে যান তিনি। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পড়ে যাওয়ার পর বিমানবাহিনীর কর্মকর্তারা তাকে সাহায্য করতে ছুটে যান। তবে কারও সাহায্য ছাড়াই তার আসনে ফিরে যান বাইডেন।

যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্টের বয়স ৮০ বছর। তিনি দেশটির ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। এই বয়সে তিনি ৯২১ জন গ্র্যাজুয়েট ক্যাডেটের প্রত্যেকের সঙ্গে করমর্দন করেছেন। এ জন্য তাকে দীর্ঘ প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে।

অনুষ্ঠানের পর প্রেসিডেন্টের শারীরিক অবস্থা সম্পর্কে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক বেন লাবোল্ট বলেন, প্রেসিডেন্ট ভালো আছেন।

তিনি টুইটারে লেখেন, যখন তিনি ক্যাডেটদের সঙ্গে করমর্দন করছিলেন, তখন মঞ্চে একটি বালুর ব্যাগ ছিল। সেটিতেই হোঁচট খেয়েছেন।

প্রেসিডেন্ট বাইডেন করমর্দন শেষে হেঁটে তার আসনের দিকে ফিরে যাচ্ছিলেন। ওই সময় হোঁচট খেয়ে পড়ে যান। এরপর একাই উঠে হেঁটে যাওয়ার সময় তাকে বালুর ব্যাগের দিকে ইশারা করতে দেখা যায়।

এর আগে সাইকেল থেকে পড়ে গিয়েছিলেন বাইডেন। এ ছাড়া বিমানের সিঁড়ি বেয়ে ওঠার সময় একবার হোঁচট খেয়ে পড়ে যান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top