সকল মেনু

সিনেমা হলে নিষিদ্ধ ম্যাডোনা

madonna-_14035_0বৃটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, এসএমএস করার ‘অপরাধে’ তার ওপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়। সিনেমা চলাকালীন এসএমএস করার ‘অপরাধে’ পপ সম্রাজ্ঞী ম্যাডোনার ওপর সিনেমা হলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে একটি মার্কিন মাল্টিপ্লেক্স। পপ সম্রাজ্ঞী ম্যাডোনা। ছবিটি ইন্টারনেট থেকে নেয়া। সোমবার বৃটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, টেক্সাসের মাল্টিপ্লেক্স ‘অ্যালামো ড্রাফটহাউজ’ ম্যাডোনার ওপর এই নিষেধাজ্ঞা জারি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালে স্টিভ ম্যাককুইনের ‘টুয়েলভ ইয়ারস অ্যা স্লেভ’ সিনেমার প্রিমিয়ারে বসে এসএমএস করছিলেন এই পপতারকা। এসময় তার পাশে বসা এক নারী দর্শক বিরক্ত হয়ে তাকে এসএমএস করা বন্ধ করতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই দর্শকের সাথে চোটপাট করেন ম্যাডোনা। পরে তিনি সিনেমাহল ত্যাগ করেন। ওই প্রতিবেদনে জানানো হয়, অ্যালামো ড্রাফটহাউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এক টুইট বার্তায় বলেন, “সিনেমাপ্রেমী ভক্তদের কাছে যতক্ষণ না তিনি ক্ষমা চাইবেন, ততক্ষণ ড্রাফটহাউজে তার ছবি দেখা নিষেধ।”

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top