সকল মেনু

পাকিস্তানে সুইডিশ দূতাবাস দর্শনার্থীদের জন্য বন্ধ

পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে রাজধানী ইসলামাবাদের সুইডিশ দূতাবাস দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। অনির্দিষ্টকালের জন্য নেয়া এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।

সিদ্ধান্তের কথা জানিয়ে ইসলামাবাদের সুইডিশ দূতাবাসের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। এতে বলা হয়, ইসলামাবাদের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে সুইডিশ দূতাবাস দর্শনার্থীদের জন্য বন্ধ রয়েছে। এ মুহূর্তে দূতাবাসের মাইগ্রেশন বিভাগ কোনো ধরনের আবেদন-অনুরোধ দেখভাল করতে পারছে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দূতাবাস বুঝতে পারছে, এ সিদ্ধান্ত অনেকের জন্য অসুবিধার কারণ হবে। কিন্তু আবেদনকারী ও কর্মীদের নিরাপত্তার বিষয়টিকে দূতাবাস সর্বোচ্চ অগ্রাধিকার দেয়।

দর্শনার্থীদের জন্য কবে নাগাদ দূতাবাসের সেবা আবার চালু করা হবে, সে ব্যাপারে কোনো প্রশ্নের উত্তর এ মুহূর্তে দেওয়া যাবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ইসলামাবাদের সুইডিশ দূতাবাস হুমকির ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

সুইডেনে পড়ালেখা করতে যেতে আগ্রহী অনেক পাকিস্তানি শিক্ষার্থী এ সিদ্ধান্তে হতাশ হয়েছেন। সুইডেনে পাকিস্তান দূতাবাস টুইট করে বলেছে, তারা আশা করছে, পাকিস্তানি শিক্ষার্থীরা দ্রুত ভিসার জন্য আবেদন করতে পারবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top