সকল মেনু

দেশব্যাপী ঝড়বৃষ্টির শঙ্কা

দেশের আটটি বিভাগের বিভিন্ন স্থানে শুক্রবার (৩১ মার্চ) অস্থায়ী দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে একাধিক জেলায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া, দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এদিকে, রাজধানীতে ৩০-৪০ কিলোমিটার বেড়ে দমকা হাওয়া বয়ে যেতে পারে। ২ এপ্রিলের পর দেশে বৃষ্টিপাত কমে আসার সম্ভাবনা আছে। তারপর থেকে তাপমাত্রা বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর সূত্র এসব জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) মানিকগঞ্জ জেলায় কালবৈশাখী, তীব্র বজ্রপাত ও বড় শিলাবৃষ্টি হয়েছে। বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মধ্যবর্তী স্থানে বেশ বড় আকারের শিলাবৃষ্টি হয়েছে। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় এক লাখ ১৪ হাজার ভোল্টের একটি বজ্রপাত আঘাত করেছে (মেঘ থেকে ভূমিতে)।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top