সকল মেনু

ফলাফল ঘোষণার পর যা বললেন হিরো আলম

হটনিউজ ডেস্ক:

আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে হেরে গিয়ে ফলাফল প্রত্যাখ্যান করেছেন।

নির্বাচনের ফল ঘোষণার পর বুধবার (১ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক ভেরিফাইড পেজে এ বিষয়ে একটি পোস্ট দেন তিনি। সেখানে হিরো আলম লিখেন, আমার সঙ্গে অন্যায় করা হয়েছে, আমি এ ফলাফল মানি না।

এ বিষয়ে বুধবার রাতেই সংবাদ সম্মেলন করবেন জানিয়ে পোস্টে তিনি আরও লিখেন, আমার বাসায় আজ (বুধবার) সংবাদ সম্মেলন করব।

প্রসঙ্গত, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মহাজোটের প্রার্থী একেএম রেজাউল করিম তানসেন মশাল প্রতীকে নির্বাচন করে ২০ হাজার ৪০৫ ভোট পেয়েছেন। অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম একতারা প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৫৭১ ভোট।

এদিকে, বগুড়া-৬ (সদর) আসনে নৌকার প্রার্থী রাগেবুল আহসান রিপু বিজয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী ছিলেন আব্দুল মান্নান। এ আসনেও হেরেছেন হিরো আলম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top