সকল মেনু

২২ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

হটনিউজ ডেস্ক:

নওগাঁর ধামইরহাটে ২২ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের নারায়ণ মূর্তি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ জানুয়ারি) উপজেলার খেলনা ইউনিয়নের গুনদেশাহার গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। প্রাচীন মূর্তিটি আদালতের মাধ্যমে প্রত্নতত্ত্ব বিভাগে হস্তান্তর করা হবে বলে জানায় পুলিশ।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মোজাম্মেল হক কাজী বলেন, ওই গ্রামের মোতালেব হোসেন তার জমিতে পুকুর খননকালে একটি কষ্টিপাথরের মূর্তি দেখতে পান। তাৎক্ষণিক তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়। ৩২ কেজি ওজনের নারায়ণ ঠাকুরের মূর্তিটির মূল্য প্রায় ২২ কোটি টাকা। ধারণা করা হচ্ছে অতি প্রাচীন এ মূর্তিটি হিন্দু সম্প্রদায়ের দেবতা ছিল। আদালতের নির্দেশনা মোতাবেক মূর্তিটি হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top