সকল মেনু

ভাসানচর থেকে পালানোর সময় ৩ রোহিঙ্গা আটক

হটনিউজ ডেস্ক:

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালানোর সময় কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের চরবালুয়া এলাকা থেকে তিন রোহিঙ্গাকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে দিকে তাদের পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। পরে সকালে কোম্পানীগঞ্জ থানার মাধ্যমে আটক রোহিঙ্গাদের ভাসানচর আশ্রয়ণে পুনরায় ফেরত পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন— ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৬৮নং ক্লাস্টারের সাইফুল ইসলাম (৩২), ৮৯নং ক্লাস্টারে সালাম (১৫) ও ৬১নং ক্লাস্টারের মোহাম্মদ সালাম (২০)।

জানা গেছে, ভাসানচর আশ্রয়ণ থেকে উখিয়া যাওয়ার জন্য বুধবার দিনের কোনো একসময় ক্যাম্প থেকে পালিয়ে আসে তারা। তাদের নিয়ে আসা নৌকাটি কৌশলে বুধবার রাতে চরএলাহী ইউনিয়নের চরবালুয়াঘাটে নামিয়ে দিয়ে চলে যায়। পরে ওই এলাকায় সন্দেহজনক ঘোরাঘুরি করলে স্থানীয় লোকজন তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করলে তাদের চরবালুয়া পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি সাদেকুর রহমান জানান, দালালের মাধ্যমে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালিয়ে আসেন আটককৃত রোহিঙ্গারা। ভাসানচর কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার সকালে তাদের পুনরায় ভাসানচর পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top