সকল মেনু

পদ্মা সেতুর খরচ উঠতে যত বছর লাগবে

হটনিউজ ডেস্ক:

দেশের সবচেয়ে ব্যয়বহুল পদ্মা সেতুর খরচ উঠে আসতে ৩৫ বছর সময় লাগবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২৭ জুন) জাতীয় সংসদ অধিবেশনে সংরক্ষিত আসনের সংসদ সদস্য খ. মমতা হেনা লাভলীর এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, গত ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতু চালুর পর বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ আদায়কৃত টোল দিয়ে সরকার ৩৫ বছরে ১৪০টি ত্রৈমাসিক কিস্তিতে সমুদয় ঋণ পরিশোধ করবে।

সে হিসাবে ২০৫৭ সালের মধ্যে সেতুতে ব্যয় হওয়া অর্থ উঠে আসবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ২৫ জুন সকাল ১০টায় পদ্মার মাওয়া প্রান্তে টোল পরিশোধ শেষে উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। উদ্বোধন শেষে জাজিরা প্রান্তে পৌঁছে সেতু ও ম্যুরাল-২-এর উদ্বোধনী ফলক উন্মোচন করেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top