সকল মেনু

যান্ত্রিক ত্রুটি, আকাশে এক ঘণ্টা চক্কর দিয়ে ঢাকায় নামল ফ্লাইদুবাই

হটনিউজ ডেস্ক:

যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর প্রায় এক ঘণ্টা ঢাকার আকাশে চক্কর দেয় ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইট। তারপর নিরাপদে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি।

সোমবার (২৩ মে) রাতে দুবাইয়ের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয় ফ্লাইটটি। উড্ডয়নের পাঁচ মিনিটের মাথায় বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পাইলট বিষয়টি বুঝতে পেরে দুবাই না যাওয়ার সিদ্ধান্ত নেন এবং এক ঘণ্টা আকাশে উড়ে নিরাপদে ঢাকায় অবতরণ করান।

শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, রাত ১১টা ১৫ মিনিটে ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশে ছেড়ে যায় ফ্লাই দুবাইয়ের এফজেড-৫৫৮৮ ফ্লাইটটি। তবে দোহার পার হতেই পাইলট যান্ত্রিক ত্রুটির বিষয়টি বুঝতে পেরে শাহজালাল বিমানবন্দরে ফেরার সিদ্ধান্ত নেন। তবে তিনি তখনই অবতরণ করেননি। ঢাকার আকাশে প্রায় ৫০ মিনিট চক্কর দিয়ে ট্যাংক থেকে কিছুটা তেল পুড়িয়ে ১২টা ১৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে ফ্লাইটটি।

তবে ফ্লাইটে কতজন যাত্রী ছিল সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top