সকল মেনু

জয় আমাদেরই হবে, প্রতিজ্ঞা পুতিনের

হটনিউজ ডেস্ক:

বিজয় দিবসে সাবেক সোভিয়েত দেশগুলোকে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে প্রতিজ্ঞা করেছেন, ‘১৯৪৫ সালের মতো বিজয় আমাদেরই হবে।’ রবিবার (৮ মে) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

পুতিন বলেন, ‘আজ, আমাদের সেনারা তাদের পূর্বপুরুষদের মতো তাদের জন্মভূমিকে নাৎসিদের কলুষ থেকে মুক্ত করার জন্য কাঁধের ওপর কাঁধ রেখে লড়াই করছে। তারা ১৯৪৫ সালে মতো আমাদেরই বিজয় হবে- এই আত্মবিশ্বাস নিয়ে লড়ছে।’

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, ‘নাৎসিবাদের পুনর্জন্ম রোধ করা আমাদের সাধারণ কর্তব্য। নাৎসিবাদ বিভিন্ন দেশের মানুষের জন্য অনেক দুর্ভোগ সৃষ্টি করেছে।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রবিবার বলেছেন, ইউরোপে শয়তান ফিরে এসেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মরণে এক ভাষণে জেলেনস্কি এই মন্তব্য করেছেন।

এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের কয়েক দশক পরে, ইউক্রেনে অন্ধকার ফিরে এসেছে এবং এটি আবার কালো ও সাদা হয়ে উঠেছে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top