সকল মেনু

কিউবায় হোটেলে বিস্ফোরণে ২২ জনের প্রাণহানি

হটনিউজ ডেস্ক:

কিউবার রাজধানী হাভানার ঐতিহাসিক পাঁচ তারকা হোটেল সারাতোগায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ২২ জনের প্রাণহানি ঘটেছে।

এ ঘটনায় ৬০ জনেরও বেশি লোক আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকালে এ বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের পর হোটেলটি ধ্বংসস্তূপে পরিণত হয়। তবে তাৎক্ষণিকভাবে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেছে।

সরকারিভাবে বলা হয়েছে, গ্যাস লিকেজ থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে। তবে বিস্ফোরণের পরপরই নিরাপত্তার কথা বলে হাভানার ঐতিহাসিক ভবনগুলো ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিস্ফোরণের পর কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেছেন, এটি কোনো বোমা বিস্ফোরণ বা হামলা নয়। এটি নিছক একটি দুর্ঘটনা।
সূত্র: বিবিসি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top