সকল মেনু

অনশন না ভাঙ্গার ঘোষনা শাবিপ্রবি শিক্ষার্থীদের

হটনিউজ ডেস্ক:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের বাসভবনের ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তারা বলেন, আমরা যারা অনশন করছি, আমাদের অনশন ভাঙানোর জন্য আমাদের ভাই-বোনেরা অনেক চেষ্টা করেছেন। তবে, আমরা অনশনকারীরা বসে সিদ্ধান্ত নিয়েছি, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।

এর আগে সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে আন্দোলনকারীরা শপথ পাঠ করেন। এ সময় তারা বলেন, উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের আগ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

উল্লেখ্য, বুধবার থেকে এই পর্যন্ত গণঅনশনকারীসহ মোট ২৮ জন অনশনে বসেছেন। এরমধ্যে ২০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top