সকল মেনু

র‍্যাবের বিরুদ্ধে চিঠি: যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

হটনিউজ ডেস্ক:

পৃথিবীর সব দেশেই এনকাউন্টারের ঘটনা ঘটে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সন্ত্রাসীরা অস্ত্র তুললে, পুলিশ তো বসে থাকতে পারে না। তখনই ফায়ারিং-এনকাউন্টারের ঘটনা ঘটে। আর এগুলোর সবই যদি র‍্যাবের ঘাড়ে দেওয়া হয়, তাহলে আমি মনে করি এটা অবিচার হচ্ছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ডিসি সম্মেলনের তৃতীয় ও শেষদিনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

যারা র‍্যাব তৈরি করেছিল তারাই নানা ধরনের অপপ্রচার করছে মন্তব্য করে তিনি বলেন, র‍্যাবে ভালো কাজগুলো তুলে ধরছে না। র‍্যাব মাদকের বিরুদ্ধে, ভেজাল দ্রব্য নিয়ন্ত্রণে, সুন্দরবন দস্যুমুক্ত করতে, জঙ্গি ও সন্ত্রাস দমনে কাজ করছে- সেগুলো তারা তুলে ধরে না।

র‌্যাব পলিটিক্যাল বিরোধিতার মুখে পড়েছে কিনা- এ প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারাই বিচার করবেন, আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম।

প্রসঙ্গত, সম্প্রতি জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে র‍্যাবকে বাদ দিতে আন্ডার-সেক্রেটারি-জেনারেল জ্যঁ-পিয়েরে ল্যাক্রয়িক্সকে এ চিঠি দিয়েছে ১২টি মানবাধিকার সংস্থা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top