সকল মেনু

কুমিল্লায় ট্রলারডুবির ঘটনায় নিহত বেড়ে ৪

হটনিউজ ডেস্ক :

কুমিল্লার মেঘনা উপজেলায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আরও এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা চারজনে দাঁড়িয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে ট্রলারডুবির স্থান উপজেলার লুটেরচর চরকাঁঠালিয়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে সোমবার দুপুরে চরকাঁঠালিয়া নদীতে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া শিশুর নাম তামান্না আক্তার (১১)।

প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানান, দাউদকান্দি হাসনাবাদ থেকে তিতাস দড়িকান্দি যাওয়ার পথে মেঘনার লুটেরচর কাঁঠালিয়া নদীতে এলে কচুরিপানার সঙ্গে ইঞ্জিন আটকে যায়। এতে নৌকার তলায় বড় ধরনের ছিদ্র হয়ে ট্রলারটি ডুবে যায়।

ট্রলারে থাকা ১১ যাত্রীর মধ্যে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে মরিয়ম নামের ৮ বছরের কন্যাশিশু এবং ৫৫ বছরের বৃদ্ধা ও ২০ বছরের কিশোরী রয়েছে। এ ঘটনায় ১১ বছরের একজন শিশু নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে নিখোঁজ ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।

মেঘনা থানার ওসি ছমিউদ্দিন জানান, মেঘনা উপজেলায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান ওসি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top