সকল মেনু

খালে ৩ হাজার লিটার মদ ফেলল তালেবান

হটনিউজ ডেস্ক:

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি খালে প্রায় তিন হাজার লিটার মদ ফেলেছে তালেবান সরকারের অধীনস্ত একদল গোয়েন্দা কর্মকর্তা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

প্রতিবেদনে বলা হয়, রবিবার আফগান গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। মদ বিক্রির বিরুদ্ধে তালেবান সরকারের অভিযান চলছে। এক অভিযানে ৩ হাজার লিটার মদ জব্দ করা হয়। পরে তা কাবুলের এক খালে ফেলে দেন গোয়েন্দা কর্মকর্তারা।

আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা জেনারেল ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্স (জিডিআই) থেকে প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা যায়, রাজধানী কাবুলে অভিযান চালিয়ে জব্দ করার পর গোয়েন্দা কর্মকর্তারা সেসব মদ একটি খালে ফেলে দিচ্ছেন।

রোববার টুইটারে পোস্ট হওয়া গোয়েন্দা সংস্থার ভিডিও ফুটেজে একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন, ‘মদ তৈরি ও বিক্রি থেকে অবশ্যই মুসলমানদের বিরত থাকতে হবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top