সকল মেনু

বিএনপি অংশ না নিলেও নির্বাচন যথাসময়ে হবে: কৃষিমন্ত্রী

হটনিউজ ডেস্ক:

কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক (এমপি) বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকারের কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারই সেই সময় সরকারের দায়িত্ব পালন করবে। তবে নির্বাচনকালীন নির্বাচন কমিশনের কাছে সব ক্ষমতা থাকবে।

আজ সকাল ১১টায় শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জাতীয় সেবা দিবসের আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে। আর সেই নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তার ব্যবস্থা করবে নির্বাচন কমিশন।

তিনি বলেন, কোনো রাজনৈতিক দল যদি নির্বাচন না করে, সেই দায়দায়িত্ব তাদের। নির্বাচন কমিশনের কাছে দায়িত্ব থাকবে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

মন্ত্রী আরও বলেন, বিএনপি নানারকম সমালোচনা ও হুমকি দিচ্ছে। হুমকি দিয়ে সংবিধান থেকে সরাতে পারবে না। বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক যথাসময়ে জাতীয় নির্বাচন হবে। তবে আমি মনে করি বিএনপি নির্বাচনে আসবে। দেশে সুন্দর ও সুষ্ঠু নির্বাচন হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top