সকল মেনু

ফাইভ-জি প্রযুক্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ

হটনিউজ ডেস্ক:

ফাইভজি প্রযুক্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বের দুটি বড় বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং ও এয়ারবাস।

প্রতিষ্ঠান দুটির কর্তাব্যক্তিরা বলেছেন, নতুন এ প্রযুক্তি উড়োজাহাজ শিল্পের ওপর বিশাল নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

আগামী ৫ জানুয়ারি ফাইভ-জি সেবা চালু করতে যাচ্ছে মার্কিন টেলিকম জায়ান্ট এটি অ্যান্ড টি এবং ভেরাইজন। তবে তার আগেই এই সেবাকে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে এই প্রক্রিয়া বিলম্বিত করতে মার্কিন প্রশাসনকে চিঠি দিয়েছে বিশ্বের দুটি বড় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং ও এয়ারবাস।

তাদের অভিযোগ, তারবিহীন এ প্রযুক্তি উড়োজাহাজের যন্ত্রপাতির কার্যক্রমে হস্তক্ষেপ করতে পারে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top