সকল মেনু

মিয়ানমারে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ মিললো

হটনিউজ ডেস্ক:

গেল ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর দেশটিতে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ মিলেছে। শুক্রবার এমন মন্তব্য করেছেন দেশটির অপরাধ তদন্তের দায়িত্বে থাকা জাতিসংঘ সংস্থার প্রধান নিকোলাস কৌমজিয়ান। এ খবর জানিয়েছে এপি।

জাতিসংঘের এই তদন্তকারী বলেন, চলতি বছর সামরিক অভ্যুত্থানের পর হামলা ও নিপীড়নের শিকার হয়েছে দেশটির বহু বেসামরিক নাগরিক। জানান, সামরিক অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত দুই লাখেরও বেশি অভিযোগ পেয়েছেন তারা। সংগ্রহ করেছেন ১৫ লাখেরও বেশি তথ্য উপাত্ত।

সেখানে প্রাথমিক তদন্তে মানবতাবিরোধী অপরাধের বিষয়টিও উঠে আসে। তিনি বলেন, বিক্ষোভ দমনে নানা ধরনের অপকৌশলের আশ্রয় নিয়েছে জান্তা সরকার। যে ভয়াবহ আন্তর্জাতিক অপরাধ মিয়ানমারে সংঘটিত হয়েছে সেটিকে একদিন বিচারের আওতায় আনতেই এই তদন্তের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top