সকল মেনু

মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও কর্মকর্তাদের এক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

হটনিউজ ডেস্ক:

মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও কর্মকর্তাদের এক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। আজ বুধবার দিনব্যাপী আগারগাঁও বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসসহ ১৫টি আঞ্চলিক অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে এ আয়োজন করা হয়।প্রধান অতিথির বক্তব্যে সংরক্ষিত আসনের সংসদ সদস্য জাকিয়া পারভীন খানম মনি এমপি বলেন আজ শিশুরা যেভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি একেঁছে তা দেখে আমার মনে হয়েছে, এই কোমলমতি শিশুরা একদিন এই দেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারবে। এমনকি তাদের মধ্যে দেশপ্র্রম ফুটে উঠেছে। সভাপতির বক্তব্যে বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস ঢাকা পরিচালক তৌফিকুল ইসলাম খান বলেন, আমাদের অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আইয়ূব চৌধুরী স্যারের নির্দেশনায় এমন একটি অনুষ্ঠান করতে অনেক ভাল লেগেছে।অনুষ্ঠানের প্রধান অতিথি চিত্রাংকন প্রতিযোগি ও টুর্নামেন্ট সেরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ।এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, সিস্টেম এনালিস্ট উত্তরা পাসপোর্ট অফিসের উপপরিচালক শাহ্ ওয়ালিউল্লাহ্, প্রধান কার্যলয়ের সহকারী পরিচালক মাকসুদুর রহমান, সহকারী পরিচালক আজিজুল ইসলাম, অর্জুন কুমার সরকার, অরুপ রতন চাকি, বিভাগীয় পাসপোর্ট অফিস ঢাকার সহকারী পরিচালক, মো. মেহেদী হাসান। এছাড়াও আঞ্চলিক পাসপোর্ট অফিস (আরপিও) যাত্রাবাড়ীর সহকারী পরিচালক মো. জামাল হোসেন, ফরিদপুরের সহকারী পরিচালক শামীম আহমেদ, নরসিংদীর সহকারী পরিচালক মানিক চন্দ্র দেবনাথ,নারায়রগঞ্জের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top