সকল মেনু

রাজধানীর হানিফ ফ্লাইওভারে যানচলাচল বন্ধ

হটনিউজ ডেস্ক:

রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারে যাত্রীবাহী একটি বাস উল্টে যাবার ঘটনায় আপাতত যানচলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাস উল্টে যাবার ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শরা জানান, রাজধানীর গুলিস্তান থেকে ডেমরা রোডে চলাচলকারী আসিয়ান (ঢাকা মেট্রো ব- ১৪-৬৮৫৬) নামের বাসটি সন্ধ্যা ৬টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে পাঁচ থেকে ছয় জন যাত্রী আহত হন।

ওয়ারি ট্রাফিক জোনের সার্জেন্ট বি এম বদরুল আলম বলেন, ওই বাসটি গুলিস্তান থেকে ডেমরার দিকে যাচ্ছিল। সন্ধ্যা ৬টার দিকে দ্রুতগতিতে ফ্লাইওভারের ওপরে মোড়ে টার্ন নিতে গিয়ে ডিভাইরের ধাক্কা খেয়ে উল্টে যায়।

এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। পুলিশের গাড়িতে করে তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনি বলেন, ঘটনার পরই পালিয়েছেন বাসের চালক ও হেলপার। বাসটি সরিয়ে নিতে রেকার ডাকা হয়েছে। আপাতত যান চলাচল বন্ধ রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top