সকল মেনু

দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত

হটনিউজ ডেস্ক:

রাজধানী ঢাকাসহ দেশের কয়েক জেলায় হঠাৎ ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (৮ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে এ কম্পন অনুভূত হয়।

চট্রগ্রাম ও রাজশাহী এবং বান্দরবানসহ দেশের বিভিন্ন এলাকায় ভুমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। এর উৎপত্তিস্থল মিয়ানমারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ভূপৃষ্ঠ থেকে ১১৪ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয়।

ইউএস জিওলজিক্যাল সার্ভের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঢাকা থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থলের দূরত্ব ৪৭৭ কিলোমিটার।

তাৎক্ষণিকভাবে দেশের কোথাও এই ভূমিকম্পের প্রভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top