সকল মেনু

মিয়ানমারে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

হটনিউজ ডেস্ক:

৫ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে মিয়ানমারে। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকালে এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)। তবে তাৎক্ষনিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এনসিএস আরো জানায়, স্থানীয় সময় সকাল ৯টার দিকে মিয়ানমারের ৬৩ কিলোমিটার উত্তরে ভূমিকম্প হয়। এর আগে, গতকাল সোমবার দিবাগত রাতেও মিয়ানমার সীমান্তের ৪ দশমিক ৩ রিকটার স্কেলের ভূমিকম্পে কেঁপে ওঠে চট্টগ্রাম ও পাশ্ববর্তী এলাকা।

বাংলাদেশ সময় রাত ৯টা ৩৮ মিনিট ৩২ সেকেন্ডে এই ভূকম্পটি অনুভূত হয়। ঢাকার আগারগাঁও থেকে ৪২৬ কিলোমিটার দক্ষিণ পূর্বে মিয়ানমার সীমান্তে ছিল এর উৎপত্তিস্থল।

সূত্র: এনসিএস।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top