সকল মেনু

ফরিদপুরে আজও ১৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫

হটনিউজ ডেস্ক:

ফরিদপুরে কোনভাবেই কমছে না করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (করোনা ডেডিকেটেড ) হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে।

ফলে জেলার করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ জুলাই হতে ৩০ জুলাই পর্যন্ত করোনা ও উপসর্গ নিয়ে ৬৮জনের মৃত্যু হলো।

গত ২৪ ঘন্টায় মৃত ১৪জনের মধ্যে ১০ জন করোনায় আক্রান্ত হয়ে এবং বাকি ৪ জন উপসর্গ নিয়ে মারা গেছে। মৃতদের মধ্যে ৬ জন ফরিদপুর, ৪ জন মাদারীপুর, ২ জন রাজবাড়ীর, ১ ঝিনাইদাহ ও ১ জন গোপালগঞ্জের।

এদিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় ৩৩৬টি করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ১৪২ জনের করোনা পজেটিভ এবং ১৯২ জনের করোনা নেগেটিভ এসেছে।

পজেটিভ ১৪২ জনের মধ্যে ফরিদপুর জেলার ১২৫ জন এবং বাকি ১৭জন অন্যান্য জেলার। জেলায় শনাক্তের হার বিবেচলায় ৪১ দশমিক ১১ শতাংশ।

এদিকে করোনা ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে ২৬৮ জন রোগী ভর্তি রয়েছে। এর ভিতর গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি হয়েছে ৩৮জন। হাসপাতালের আইসিই ইউনিটে ভর্তি রয়েছে ১৬জন করোনা রোগী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top