সকল মেনু

কঠোর লকডাউনে বীমা কোম্পানি খোলা রাখার সিদ্ধান্ত

হটনিউজ ডেস্ক:

পবিত্র ঈদুল আজহার পর ২৩ জুলাই ভোর ছয়টা থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত শুরু হবে কঠোর লকডাউন। এ লকডাউনে গার্মেন্টস, শিল্প কারখানা বন্ধ থাকলেও বীমা কোম্পানির কার্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১৮ জুলাই) এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে (আইডিআরএ) নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগ।

এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগের উপসচিব মো. জাহিদ হাসান স্বাক্ষরিত একটি চিঠি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আগামী ২৩ জুলাই থেকে ৫ আগস্ট বীমা/আর্থিক প্রতিষ্ঠানের সেবা নিশ্চিত করার প্রয়োজনীয় নির্দেশনা জারির জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, গত ১৩ জুলাই পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ১৫ থেকে ২৩ জুলাই পর্যন্ত লকডাউন শিথিল করে সরকার। একই সঙ্গে ঈদের পর ২৩ জুলাই থেকে ৫ আগস্ট ১৪ দিন পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

এ লকডাউনে মানুষের চলাচলে বিধি-নিষেধসহ বন্ধ থাকবে গণপরিবহন, দোকানপাট, শপিংমল এবং শিল্প কারখানা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top