সকল মেনু

সালথায় লকডাউন বাস্তবায়নে প্রশাসনের অভিযানঃ চার ব্যবসায়ীকে জরিমানা

হটনিউজ ডেস্ক:

লকডাউনের দ্বিতীয় দিনে ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন হাট-বাজারে অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।

এসময় লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় উপজেলার বিভিন্ন বাজারের চার ব্যবসায়ীকে জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট মোহাম্মদ হাসিব সরকার।

অভিযানে উপস্থিত ছিলেন সালথা-নগরকান্দা পুলিশের সার্কেল মোঃ সুমিনুর রহমান ও সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসিকুজ্জামান।

এদিকে কঠোরভাবে লকডাউন পালন করার জন্য সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিভিন্ন বাজারে কাঁচা বাজার ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান খোলা রাখার জন্য স্থানীয় প্রশাসনের তরফ থেকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

সালথা-নগরকান্দা পুলিশের সার্কেল সুমিনুর রহমান বলেন, লকডাউন বাস্তবায়নে সর্বদা পুলিশ মাঠে রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার বলেন, লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় চার ব্যবসায়ীকে সাড়ে ৬হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top