সকল মেনু

সরকারি কর্মকর্তাদের মধ্যে তথ্য না দেওয়ার সংস্কৃতি রয়েছে: ডিজি পিআইবি

নিজস্ব প্রতিবেদক:

তথ্য অধিকার আইন অনুযায়ি প্রত্যেক সরকারি দপ্তরে একজন তথ্য অফিসার থাকার নিয়ম। কিন্তু বাস্তবে তা নেই।

সরকারি বা বেসরকারি কর্মকর্তা, কর্মচারীদের মধ্যেও তথ্য না দেওয়ার একটা সংস্কৃতি তৈরি হয়েছে। কিন্তু জনস্বার্থে যে কোনো তথ্য চাওয়ার অধিকার গণমাধ্যমকর্মীদের আছে। পিআইবি’র (প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ) উদ্যোগে ‘অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ে অংশীজনের অবহিতকরন’ কর্মশালায় পিআইবি’র মহাপরিচালক (ডিজি) মো. জাফর ওয়াজেদ এসব কথা বলেন।

বুধবার সকালে পিআইবি’র সেমিনার কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যদের মধ্যে পিআইবি’র পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আফরাজুর রহমান, উপপরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এ কর্মশালায় জাতীয় শুদ্ধাচার কৌশল, তথ্য অধিকার, সেবা প্রদান প্রতিশ্রুতি, অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং বার্ষিক কর্ম সংস্থাপন চুক্তি বিষয়ে সাংবাদিকদের অবহিত করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top