সকল মেনু

পিএসজি ছাড়তে চান এমবাপ্পে?

হটনিউজ ডেস্ক:

নেইমার-এমবাপ্পে ; ক্লাব সতীর্থ দুজন। দুজনই ফরোয়ার্ড। পিএসজিকে যেকোনো শিরোপা জেতানোর পেছনে এ দুজনের ভূমিকাই বেশি থাকে সবচেয়ে। তবে আরেকটা ক্ষেত্রে এ দুজনের মিল আছে বেশ। পিএসজিতে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই এই দুজনের পরবর্তী গন্তব্য নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। নেইমার তাঁর পুরোনো ক্লাব বার্সেলোনায় ফিরবেন কিনা, এমন আলোচনার সঙ্গে রিয়াল মাদ্রিদকে জড়িয়ে জল্পনা-কল্পনা হয় এমবাপ্পেকে নিয়ে।

একেকটা দলবদলের সময় আসে, আর এমবাপ্পে ক্লাব ছেড়ে অন্য কোথাও যাবেন কি না, তা নিয়ে সরব হয় গণমাধ্যম। এবারও সেটার ব্যতিক্রম হচ্ছে না। মাঝে করোনা এসে দলবদলের দিক দিয়ে সব ক্লাবকে আর্থিকভাবে একটু বেকায়দায় ফেললেও আজ হোক কাল হোক এমবাপ্পে যে পিএসজি ছাড়ছেন, এটা ধরেই নিয়েছেন সবাই। বিশেষ করে ফরাসি গণমাধ্যম তো কিছুদিন পর পরই খবর দিচ্ছে, এমবাপ্পে আর প্যারিসে থাকছেন না।

নির্ভরযোগ্য ক্রীড়া পত্রিকা আরএমসি স্পোর্তের সাংবাদিক দানিয়েল রিওলো আফটারফুট অনুষ্ঠানে জানিয়েছেন, এমবাপ্পে এর মধ্যেই ক্লাবকর্তাদের জানিয়ে দিয়েছেন, পিএসজিতে থাকার আর ইচ্ছে নেই তাঁর, ‘আমি জানি কিলিয়ান এমবাপ্পে পিএসজি ছাড়তে চেয়েছে। কিন্তু ব্যাপারটা বেশ জটিল।’

কিন্তু এমবাপ্পে ক্লাব ছাড়তে চাইলেই তো হবে না। কিন্তু এই দলবদল আদৌ হবে কি না, সেটার পেছনে অনেকগুলো অনুষঙ্গ কাজ করছে, ‘ আপনাকে প্রথমে এমন এক ক্লাব পেতে হবে যে ক্লাব ওকে পাওয়ার জন্য নির্ধারিত দলবদলের অর্থ দিতে পারবে। তবে সাম্প্রতিক খবর হলো, ও পিএসজিতে থাকতে চায় না।’

পিএসজি যেকোনো মূল্যে চাইছে এমবাপ্পেকে নতুন চুক্তি দেওয়ার। এমবাপ্পে এখনো এই ব্যাপারে নীরব। আদৌ নতুন চুক্তি সই করবেন কি না, সেটা এখনো নিশ্চিত নয়। আর চুক্তি সই না করলে আগামী মৌসুমেই ফ্রি তে ক্লাব ছাড়তে পারবেন এই ফরাসি ফরোয়ার্ড। পিএসজি ঘুণাক্ষরেও চাইবে না সেটা, ‘ও যদি এই মৌসুমে ক্লাব না ছাড়তে পারে, তাহলে আগামী মৌসুমে ক্লাব ছাড়ার জন্য ফ্রি এজেন্ট হয়ে যাবে। ক্লাবের মালিকপক্ষ এ জন্য ওর কথা শুনতে রাজি হচ্ছে না।’

এমবাপ্পে ক্লাব ছাড়তে চাইলে তাঁর বিকল্প খোঁজার একটা ব্যাপারও থাকে। এমবাপ্পের যোগ্য বিকল্প না পেলে পিএসজি তাঁকে ছাড়বেই বা কেন? এই শঙ্কাও ফুটে উঠেছে রিওলোর কথায়, ‘এমবাপ্পে ক্লাব ছাড়তে চাইলে পিএসজিরও ওর বিকল্প খুঁজতে হবে। তবে হ্যাঁ, খবর এটাই, যে এমবাপ্পে পিএসজি ছাড়তে চায়।’

কিছুদিন আগে পিএসজির মালিক নাসের আল খেলাইফি বলেছেন, আগামী মৌসুমটা এমবাপ্পে প্যারিসেই থাকবেন। খবর আসে নেইমার বুঝিয়ে-শুনিয়ে এমবাপ্পেকে পিএসজিতেই রাখছেন। কিন্তু নিজের ভবিষ্যৎ নিয়ে এমবাপ্পে নিজেই যেন একটু সন্দিহান। আপাতত এমবাপ্পে ফ্রান্সের হয়ে ইউরো খেলা নিয়েই ব্যস্ত। ইউরোর পরেই হয়তো পুরোদমে শুরু হবে এমবাপ্পে-নাটক!

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top