সকল মেনু

যে সব জিনিসের দাম কমছে

হটনিউজ ডেস্ক:

জাতীয় সংসদে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট অর্থাৎ আগামী ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেটে কিছু পণ্যের শুল্ক কমানোর প্রস্তাব করায় এসব পণ্যের দাম কমবে।

যে সব জিনিসের দাম কমছে-টিকা আমদানি ও উৎপাদনের কাঁচামাল, দেশীয় ফ্রিজ, এসি, গাড়ির যন্ত্রাংশ, ল্যাপটপ, ওভেন, ওয়াশিং মেশিন, পোল্ট্রি ফিড, কৃষি যন্ত্রপাতি, ডায়াপার, হার্ডডিস্ক, সিসিটিভি, প্রেসার কুকার, দেশীয় মোটরসাইকেল, স্টেইনলেস স্টিল, অ্যালুমিনিয়াম তার, কম্পিউটার উৎপাদনের কাঁচামাল, দেশীয় খেলনা, কপারের তার, অ্যালুমিনিয়াম ফয়েল, পলিমার টিউব, পাইপ।

আজ বিকাল ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদে এ বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এবারের বাজেটের আকার প্রস্তাব করা হয়েছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। এর মধ্যে ঘাটতি রয়েছে ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top