সকল মেনু

৬ পা নিয়ে বাছুরের জন্ম!

হট নিউজ ডেস্ক:

সিরাজগঞ্জের কাজিপুরে একটি ৬ পা বিশিষ্ট বাছুরের জন্ম হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার ছালাভরা গ্রামের আব্দুল মিয়ার পুত্র আলী আক্তারের বাড়িতে ওই বাছুরটির জন্ম হয়। ‘৬ পা’ বিশিষ্ট বাছুর জন্মানোর খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আশপাশের শতশত উৎসুক জনতা এক নজর বাছুরটিকে দেখতে ওই বাড়িতে ভিড় জমান।

বাছুরটির সামনে ২টি ও পিছনে ৪টি পা রয়েছে। এ ব্যাপারে বাছুরটির মালিক আলী আক্তার জানান, “বাছুরটি স্বাভাবিক খাবার খাওয়া এবং হাঁটাচলা করতে পারছে। শুধু প্রস্রাব পায়খানা করতে পারছে না।

কাজিপুর উপজেলা ভেটেরিনারি সার্জন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মাহমুদুল হাসান জানান, অনেক সময় জন্মগত ত্রুটির কারণে এমনটা হয়ে থাকে। আমি বাছুরটিকে দেখেছি। আগামীকাল অস্ত্রপচার করা হবে। তবে একটু ঝুঁকি আছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top