সকল মেনু

ছাত্রলীগের আইনি সহায়তা সেল গঠন


নিজস্ব প্রতিবেদক

আইনি সহায়তা সেল গঠন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। অর্থনৈতিক কারণসহ নানা প্রতিবন্ধকতায় যারা আইনি সেবা থেকে বঞ্চিত, বিনামূল্যে তারাই পাবেন এই সেবা। সংগঠনটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রলীগের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থী ও অসহায় নিপীড়িত মানুষ যারা আর্থিক ও অন্যান্য সীমাবদ্ধতার কারণে আইনগত অধিকার থেকে বঞ্চিত তাদেরকে যৌক্তিক আইনি সহায়তা দেবে এই সেল। সংগঠনটির আইন বিষয়ক সম্পাদক ফুয়াদ হোসেন শাহাদাতের নেতৃত্বে আরো ৫ জন উপ-আইন সম্পাদক এই দায়িত্ব পালন করবেন। তারা হলেন সুজন শেখ, বিএম শরিফুল ইসলাম সবুজ, শাহেদ খান, শাহাদাতুল হাসান আল মুরাদ ও আপন দাস।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top