সকল মেনু

পৌর নির্বাচন অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর হচ্ছে : হানিফ

হটনিউজ ডেস্ক:

পৌর নির্বাচন অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর হচ্ছে বলে কুষ্টিয়ায় ভোট কেন্দ্রে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

বিএনপি বিশাল নির্বাচনী মিছিল করেছে উল্লেখ করে তিনি বলেন,এরপরও যদি কেও বলে নির্বাচনে প্রভাব বিস্তার করছে সরকার তাহলে এটার ছেয়ে বড় মিথ্য আর হতে পারে না।

দ্বিতীয় ধাপে ৬০টি পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। ৬০ পৌরসভার মধ্যে ২৯টিতে ভোট নেওয়া হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবং ৩১টিতে ব্যালটের মাধ্যমে।

শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে ৬০টি পৌরসভায়। কোথাও কোনো অপ্রিতিকর ঘটনার খবর এখনও পর্যন্ত পাওয়া যায় নি।

দেশের ৩২৯টি পৌরসভার মধ্যে প্রথম ধাপে গত ২৮ ডিসেম্বর ইভিএমে ভোট হয় ২৪টি পৌরসভায়। দ্বিতীয় ধাপে আজ ভোট হচ্ছে ৬০ উপজেলায়। তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভায় ৩০ জানুয়ারি এবং চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভায় ১৪ ফেব্রুয়ারি ভোট নেওয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top