সকল মেনু

উন্নয়ন বাধাগ্রস্তের ষড়যন্ত্র সফল হয়নি: প্রধানমন্ত্রী

হটনিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছন, বর্তমান সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কারণে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা হয়েছ। আর এ কারণে বিশ্ব বাংলাদেশকে এখন সম্মান জানায়। তিনি বলেন, ক্ষুধা আর দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকারের যে লক্ষ্য তা বাস্তবায়িত হবে।

সোমবার গণভবন থেকে মন্ত্রিসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন সরকার প্রধান।

নতুন বছরে মন্ত্রীসভার প্রথম বৈঠক। ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনার কারণে জাতির জনকের জন্ম শতবার্ষিকীর অনেক অনুষ্ঠান আয়োজন করা না গেলেও, তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার কাজ থেমে থাকেনি।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের এই দীর্ঘ সময়ে উন্নয়ন বাধাগ্রস্ত করতে নানা ধররণের ষড়যন্ত্র হয়েছে। কিন্তু তা সফল হয়নি।

করোনা ভাইরাসের হানা থেকে মুক্ত হবে দেশ, সচল হবে জীবনযাত্রা, নতুন বছরের এই প্রত্যাশার কথা জানান প্রধানমন্ত্রী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top