সকল মেনু

অসৌজন্যমূলক আচরণ: ম্যাচ ফি’র ২৫ শতাংশ কার্তন মুশফিকের

হটনিউজ ডেস্ক:

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের মঞ্চে গতকাল বঙ্গবন্ধু বরিশালের বিপক্ষে ম্যাচে মেজাজ হারান ঢাকা অধিনায়ক মুশফিকুর রহিম। সতীর্থ নাসুম আহমেদের ওপর বল ছুড়ে মারতে গিয়েছিলেন এই টাইগার তারকা। এ নিয়ে মিডিয়া আর সোশ্যাল সাইটে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

এর ধারাবাহিকতায় আজ সকালে মুশফিক সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এমন হবে না বলেও প্রতিজ্ঞা করেন। নাসুমও এক বিবৃতিতে বিষয়টি নিয়ে আলোচনা থামাতে বলেছেন। তবে শাস্তি এড়াতে পারেননি মুশফিক।

বিসিবির কোড অব কনডাক্ট অনুযায়ী, মুশফিককে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরেটি পয়েন্ট। বিসিবির কোড অব কনডাক্ট (২.৬) অনুযায়ী এটা একটা লেভেল ১ অপরাধ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top