সকল মেনু

মালয়েশিয়া ফিরতে পারবে না দেশে আটকে পড়া শ্রমিকরা

হটনিউজ ডেস্ক:

মালয়েশিয়ার সিনিয়র মন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকোব বলেছেন, মালয়েশিয়া এখনও এখানে নিযুক্ত ব্যক্তিদেরসহ বিদেশীদের জন্য তার সীমানা উন্মুক্ত করতে পারেনি।

তিনি বলেন, আন্দোলন নিয়ন্ত্রণ আদেশ শুরুর পর থেকে এখানে আন্তর্জাতিক সীমান্ত বন্ধ ছিল।

“ইমিগ্রেশন বিভাগের অনুমোদন না থাকলে আমরা এখনও বিদেশীদের মালয়েশিয়ায় প্রবেশ করতে দিচ্ছি না।
বুধবার (৪ নভেম্বর) তার নিয়মিত ব্রিফিং এ তিনি বলেন, “নীতি পরিবর্তনের জন্য আমরা ইমিগ্রেশন থেকে এখনো কোনও প্রস্তাব পাইনি।

তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘমেয়াদী পাসধারীদের ২৩টি দেশের মধ্যে বাংলাদেশ থেকে আসা শ্রমিকদের মালয়েশিয়ায় প্রবেশ নিষেধ করা হয়েছে।

ইসমাইলের এই বক্তব্যটি এক প্রতিবেদনের প্রতিক্রিয়া ছিল। প্রতিবেদনটি হলো যে কোভিড-১৯ মহামারীর কারণে ছুটিতে দেশে গিয়ে আটকা পড়া বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়ায় ফিরে আসতে পারছেন না এ মর্মে।

প্রতিবেদনে বলা হয়েছে, এমন ২৫,০০০ এরও বেশি শ্রমিক রয়েছেন যারা বাংলাদেশ সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করেছেন যাতে তারা এখানে কাজ শুরু করতে সক্ষম হন।

প্রতিবেদনে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ মোমেনকে শ্রমিকরা আশ্বাস দিয়েছিল যে তারা মালয়েশিয়ার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top